করোনাকালে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে নারীর প্রতি সহিংসতায় প্রতিরোধে সামষ্টিক সচেতনতা তৈরিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি কুড়িগ্রামে করোনাকালে বাল্য বিবাহ বৃদ্ধির বিষয়ে প্রতিবেদনসহ এ সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখার সুপারিশ করা হয়। এছাড়া গ্রামাঞ্চলে শিশুরা যাতে বিপথগামী হয়ে অপরাধে জড়াতে না পারে সেজন্য উপজেলা ভিত্তিক শিশু একাডেমি প্রতিষ্ঠার জন্য বড় প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।
এ প্রসঙ্গে বৈঠকে জানানো হয়, দেশব্যাপী শিশু একাডেমীর কার্যক্রম পরিচালনার জন্য ৪ হাজার ৩৪৮ জন লোকবল নিয়োগের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মো. শাহজাহান মিয়া, মো. আব্দুল আজিজ, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি রাজধানীর ইস্কাটনস্থ নারী ও পুনর্বাসন কেন্দ্রের জায়গাটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নামে বরাদ্দের প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থানের পরামর্শ দেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ‘বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাব-কমিটির প্রস্তাবিত ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০’- এর বিধিমালা সংশোধন সম্পর্কিত খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার