প্রায় ১ বছর পর আগামীকাল ২৬ মার্চ থেকে ঢাকা-বরিশাল আকাশ পথে আবারও শুরু হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল। এবার সপ্তাহের ৭ দিন ফ্লাইট চালাবে তারা। শুধুমাত্র বৃহস্পতিবার বিকেলে এবং সপ্তাহের অন্যান্য ৬ দিন সকালে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
আগামীকাল শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বরিশালের উদ্দেশে রওয়ানা দেবে। ফ্লাইটটি ৯টা ৩৫ মিনিটে বরিশাল বিমানবন্দরে পৌঁছাবে। উদ্বোধনী ফ্লাইটে বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামালের যাওয়ার কথা রয়েছে।
বরিশাল বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধনী ফ্লাইটটি সকাল ১০টা ৩০ মিনিটে ফের ঢাকার উদ্দেশে রওয়ানা হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশাল জেলা ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুন্ডু।
সঞ্জয় কুমার কুন্ডু আরও জানান, এবার সপ্তাহের ৭দিন বরিশাল-ঢাকা আকাশ পথে বিমানের ফ্লাইট চলবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে ও ৪টা ৪০ মিনিটে বরিশাল থেকে এবং সপ্তাহের অন্যান্য ৬ দিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ও ৯টা ৪০ মিনিটে বরিশাল থেকে ফ্লাইট ছাড়বে। কানাডায় তৈরি ড্যাস-৮ মডেল এবং ৪০০ সিরিজের এই বিমানে আসন সংখ্যা ৭২টি। প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ভাড়া ৩ হাজার ২শ’ টাকা। এছাড়া ১ থেকে ২ বছর বয়সের যাত্রীদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কের ভাড়ার ১০ ভাগ এবং ২ থেকে ১২ বছর বয়সের যাত্রীদের ক্ষেত্রে ৭৫ ভাগ হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই ফ্লাইটে আধুনিক বিমানের সব সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে জানান তিনি।
গত বছরের ২১ মার্চ সবশেষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বরিশাল বিমানবন্দরে এসেছিল বলে জানিয়েছেন জেলা ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুন্ডু।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন