মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস-২০২১ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় কালরাত্রিতে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার