মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রায় দশ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত দেখিয়েছে বাংলাদেশ। এছাড়াও অর্থনৈতিক সমৃদ্ধির উজ্জ্বল উদাহরণ হিসেবেও বাংলাদেশ এখন পরিচিত।
আজ শুক্রবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তিনি।
বাইডেন আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিশ্ব জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের ইস্যু নিয়ে তার প্রশাসন বাংলাদেশকে সবরকম সাহায্য করবে।
বিডি-প্রতিদিন/শফিক