বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৩ এপ্রিল থেকে গ্রাহকের চেক ক্লিয়ারিং বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিষয়টি সমাধানে কাজ করছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ)।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, টেকনিক্যাল (যান্ত্রিক) ত্রুটির কারণে এটা হয়েছে। প্রথমে ব্যাংক খোলা না রাখার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার ব্যাংক খোলার ঘোষণা আসায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। তবে আমরা আশা করছি, আজকের (বৃহস্পতিবার) মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত