মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্তি চেয়ে শুক্রবার ‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে। এদিন এই মোনাজাত করার জন্য এর আগে অনুরোধ করেছিল ধর্ম মন্ত্রণালয়।
রমজান মাসের শেষ জুমার খুতবায় ঈদুল ফিতরের যাকাত, ফেতরা নিয়ে আলোচনা করেন বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা।
শুক্রবার রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাভাবিক সময়ের চেয়ে কম মুসল্লি দেখা যায়। মুসল্লিরা মাস্ক ব্যবহার ও দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন।
নামাজ শেষে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন। পবিত্র রমজান ও জুমাতুল বিদার অছিলায় মহামারি করোনা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন। প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।
জুমা শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করা হয়। বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব করোনার সংক্রমণ থেকে বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ