বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন একই বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমদ। তিনি গতকাল সোমবার এ পদে যোগদান এবং দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের 'বি' ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ জাতির পিতাসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এর আগে গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন বছরের জন্য দেশ বরেণ্য এই ল্যাপারোস্কোপিক ও ক্যান্সার সার্জনকে এ পদে নিয়োগ দিয়েছেন।
তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে সুবিদিত। পেশাগত নানা গুরুদায়িত্ব পালনের পাশাপাশি তিনি নানা পেশাগত সংগঠনের সাথে সক্রিয়। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর প্রতিষ্ঠাতা ক্রীড়া সম্পাদক (১৯৮৩), সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি (১৯৮৪-৮৫) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যকরী পরিষদের নির্বাচনে (২০০৩) প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
তিনি এ বিশ্ববিদ্যালয়ের তিনবারের সিন্ডিকেট মেম্বার, বাংলাদেশ সোসাইটি অব ব্রেস্ট সার্জনস'র সভাপতি, এশিয়ান সোসাইটি অব ব্রেস্ট সার্জনস'র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সোসাইটি অব সার্জনস এবং বাংলাদেশ সোসাইটি অব ল্যাপারোস্কোপিক সার্জনস এর কার্যকরি কমিটির সদস্য।
এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ মেডিকেল রিচার্স কাউন্সিল (বিএমআরসি) কর্তৃক প্রকাশিত জার্নালের রিভিও প্যানেলের মেম্বার।
তিনি দীর্ঘদিন যাবত নিজবাড়ি মৌলভীবাজার জেলায় ও নানাবাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় স্থাপিত যথাক্রমে 'সাহেববাড়ি ফাউন্ডেশন' ও 'মুতিউর রহমান চৌধুরী স্মৃতি সংসদ'র মাধ্যমে দুঃস্থ, অস্বচ্ছল ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির