আগামীকাল (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে। মেয়েদের দিন খ্যাত এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য লিঙ্গ বৈষম্য দূর করা। এছাড়া শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ বন্ধ- এসব উল্লেখযোগ্য ক্ষেত্র নিয়েও কাজ করা।
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস নানা আয়োজন করছে। তারই অংশ হিসেবে সোমবার একদিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়ে রুনা। বিষয়টি নিশ্চিত করেছেন সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ফন লিনডে।
এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘প্রস্তুত হও! আগামীকাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস এবং আমরা একজন নতুন সুইডিশ রাষ্ট্রদূত পেয়েছি। রুনা একদিনের জন্য আমার দায়িত্ব গ্রহণ করবে!’ উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের বেশ কয়েকজন মেয়ে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাস এবং হাইকমিশন কর্তৃক একদিনের জন্য রাষ্ট্রদূত এবং হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক