এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন। আজ রবিবার সকালে রোমানিয়ায় পৌঁছান তারা।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তিনি বলেছেন, ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। এখন তাদের ফেরানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবাইকে নেওয়ার কথা ছিল।
গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান নিহত হন। হামলার পর জাহাজ থেকে ভিডিওবার্তায় বাঁচার আকুতি জানান নাবিকরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ