বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, বিএনপি যেকোনো মুহূর্তে আত্মত্যাগ করতে প্রস্তুত। স্থানীয় প্রশাসন কোনো জায়গায় মিছিল ও জনসমাবেশ করতে দেয় না। গণতন্ত্রের যে অধিকার সেটিও রুদ্ধ করছে বর্তমান সরকার। এখন আওয়ামী লীগ, যুবলীগ আর পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এমন এক সময়ে বাস করছি যেখানে অন্যায়, অপরাধীর ও অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা পাপ। কিন্তু যারা টাকা পাচার করে, জুয়ার ক্যাসিনো বসায়, নানা অপকর্মের সাথে যুক্ত তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে সকল জায়গা থেকে পার পেয়ে যায়।
পুলিশ কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন পুলিশ কমিশনার অশালীন মন্তব্য করেছেন। একজন পুলিশ কর্মকর্তার নিরপেক্ষ থাকার কথা। শেখ হাসিনার বক্তব্য, ওবায়দুল কাদেরের বক্তব্য, হাসান মাহমুদের বক্তব্যের সাথে পুলিশ কমিশনারের বক্তব্য এক হতে পারেনা। পুলিশ একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। তিনি কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে।
সোনারগাঁ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আজারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা মহিলা দলের সভাপতি রহিমার শরীফ মায়াসহ অন্যান্য।
এর আগে দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর