বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই নিশিরাতের ভোটবিহীন অবৈধ বর্তমান সরকারকে উৎখাত করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষ এই অবৈধ সরকার থেকে মুক্তি চায়।
আজ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর গুলশানের নিজস্ব কার্যালয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলা ব্রহ্মপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগদানকালে একথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অফিসে ফুলের তোড়া দিয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগদানকালে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার যুগ্ম আহ্বায়ক শফিকুল বুলবুল, শেখ জহিরুল ইসলাম ভুট্টু পিপরুল ইউনিয়ন বিএনপি'র হুমায়ুন শিকদার সহ ছাত্রদল-যুবদলের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত