জাকের পার্টির উদ্যোগে সাড়ে ৩ শতাধিক উপজেলায় ইসলামী সম্মেলন (ওয়াজ মাহফিল) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশ জুড়ে একযোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৌহার্দ্য, সম্প্রীতি ও বহু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অপরিহার্যতা আলোকপাত করে বয়ান করা হয় ইসলামী সম্মেলন থেকে।
প্রতিটি সম্মেলনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল