মেডিকেল বোর্ডের পর্যালোচনার পর ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার মাইল্ড স্ট্রোক হয়েছিলো কিনা সেটা জানার জন্যই এই পর্যবেক্ষণ চলছে।
আজ বিকাল ৩টায় গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন আছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপডেট জানাবেন।
উল্লেখ্য, খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে।
শনিবার ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার বিকেল থেকে বেগম খালেদা জিয়ার হার্টে কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা শুক্রবার সন্ধ্যায় যখন চেক করতে গেছেন, তখন তারা দেখেছেন তার সমস্যা হয়েছে। এনজিওগ্রাম করার পরে বোঝা যাবে তার সমস্যা কতটা জটিল।
বিডি প্রতিদিন/ফারজানা