বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে বাংলাদেশের প্রধান সংকট হলো গণতন্ত্রের সংকট। দেশে কোনো গণতন্ত্র নেই। একজনের হাতে সকল ক্ষমতা। আওয়ামী সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। গণতন্ত্র যেখানে থাকে না, সেখানে মানবাধিকার ও থাকে না।
শনিবার রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী জোনের পল্লবী-রূপনগর ও ভাষানটেক থানাধীন ৯টি ওয়ার্ডের কমিটি গঠন সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তবে খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী সরকার বিরোধী রাজনৈতিক দলকে দমাতে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এগুলো সবই গণতন্ত্র ও মানবাধিকার হত্যার শামিল।
তিনি বলেন, দেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ বন্দী করে রাখা হয়েছে। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হওয়া সত্ত্বেও তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ করে দেয়া হচ্ছে না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামীতে জাতীয় নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। আমাদের এখন এই মুহূর্ত থেকে আন্দোলনের বজ্র কঠিন শপথ নিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আওয়ামী সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে জনগণসহ বিরোধী নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম নির্যাতনে মেতে উঠেছে।
এতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, চেয়ারম্যান আতাউর রহমান, আতিকুল ইসলাম মতিন, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আক্তার হোসেন, গোলাম কিবরিয়া মাখন, আফাজ উদ্দিন, আলাউদ্দিন সরকার টিপু, হাজী ইউসুফ, কাউন্সিলর আলী আকবর আলী, এ বি এম এ রাজ্জাক, রূপনগর থানা বিএনপির আমজাদ হোসেন মোল্লা, ইঞ্জিনিয়ার মজিবর রহমান, জাকির হোসেন হাওলাদার, পল্লবী থানা বিএনপির কাউন্সিলর সাজ্জাদ হোসেন, মোতালেব হোসেন হাওলাদার, তুরাগ থানা বিএনপির হাজী জহিরুল ইসলাম জহির, দক্ষিণ থান থানা বিএনপির নাজিম উদ্দীন দেওয়ান, ভাটারা থানা বিএনপির সেলিম মিয়া, উত্তরখান থানা বিএনপির সেলিম মোল্লা মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এডভোকেট রুনা লায়লা রুনা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন