বেগম খালেদা জিয়ার দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল ১২ জুন রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি ।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বক্তব্য রাখবেন স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, আগামীকাল ১২ জুন রবিবার সন্ধ্যা ৭টায় গুলশান চেয়ারপার্সন অফিসে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ভাসানীর সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট মোঃ আজহারুল ইসলাম ও মহাসচিব গোলাম মোস্তফা আকন্দসহ পার্টির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্নয়ক নজরুল ইসলাম খান এসময় উপস্থিত থাকবেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন