যেখানে গণতন্ত্র থাকে না, সেখানে মানবাধিকারও থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী জোনের পল্লবী-রূপনগর ও ভাষানটেক থানাধীন ৯টি ওয়ার্ডের কমিটি গঠন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, আজ দেশের প্রধান সংকট হলো গণতন্ত্রের সংকট। আওয়ামী লীগ দেশে একনায়কতন্ত্র কায়েম করতে চায়। এজন্য তারা বিরোধী রাজনৈতিক দলের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যা গণতন্ত্র ও মানবাধিকার হত্যার শামিল।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, চেয়ারম্যান আতাউর রহমান, আতিকুল ইসলাম মতিন, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আক্তার হোসেন, গোলাম কিবরিয়া মাখন, আফাজ উদ্দিন, আলাউদ্দিন সরকার টিপু, হাজী ইউসুফ, কাউন্সিলর আলী আকবর আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত