ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ আয়োজন করতে চায় সৌদি আরব। এ বিষয়ে সৌদি আরবের প্রতি সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের কাছে পাঠানো এক চিঠিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সমর্থন জানান।
বুধবার (১০ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী রাষ্ট্রপতির চিঠিটি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের কাছে হস্তান্তর করেন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, চিঠি হস্তান্তর করার পর দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন উভয়পক্ষ। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি এই সম্পর্ককে আরও গভীর করার প্রত্যাশা করেন। তারা দুই দেশের মধ্যে চলমান কিছু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা