সকল শর্ত পূরণের পরও ষড়যন্ত্রের ঘৃণ্যজালে দলের নিবন্ধন নিয়ে তালবাহানা করা হলে জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দলের নিবন্ধন কার্যক্রম খুবই কঠিন ও চ্যালেঞ্জিং।
১৬ অক্টোবর নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী, এই সকল দলিল দস্তাবেজসহ নিবন্ধনের আবেদন নির্বাচন কমিশনে জমা দেবে এবি পাটি। এ উপলক্ষ্যে শনিবার আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় আরও বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী।
উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম ফারুক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইঁয়া, বিএম নাজমুল হক, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ঘরোয়া মিটিং করতে গেলেও পুলিশ অনুমতি নেই বলে বিঘ্ন সৃষ্টি করে, আগত জনসাধারণের ছবি, ঠিকানা, ফোন নাম্বার সংগ্রহ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। আমরা দল ঘোষণার পর থেকেই জামায়াতের উগ্রপন্থী একটি অংশ আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফতোয়াবাজি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি কতল বা হত্যার ফতোয়া পর্যন্ত দিয়েছে। তার উপর রয়েছে নির্বাচন কমিশনের নতুন রাজনৈতিক শক্তি বিকাশের পরিপন্থী কঠিন শর্তসমূহ। যেখানে কমিশনের উচিত ছিল সহজ শর্তে রাজনৈতিক দল নিবন্ধন দিয়ে গণতান্ত্রিক পরিবেশকে সংহত করা, সেখানে কমিশন নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে আটকে দিয়েছে কঠিন ও অগণতান্ত্রিক শর্তের বেড়াজালে।
বিডি প্রতিদিন/আরাফাত