বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা (আওয়ামী লীগ) একেবারে মানুষের ভাষাগুলো বুঝতে পারছে না, তারা মানুষের চোখের ভাষা বুঝতে পারছে না। এমন ভাষায় কথা বলে যে, এটা একটা রাজত্ব, কিংডম, মনার্ক।’
আজ রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই খারাপ সময়ের মধ্যে কেউ কথাও বলতে পারে না। পেশাজীবী যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে। দেখেন কতটা দুর্বল, মানুষের ওপরে আস্থা হারিয়ে ফেলেছে সরকার।’
বিএনপি মহাসচিব বলেন, ‘‘প্রকৃতপক্ষে এই সরকারের পায়ের নিচে এখন মাটি নেই। প্রকৃতপক্ষে এরা সম্পূর্ণভাবে একটা গণশত্রুতে পরিণত হয়েছে। এখন আর মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, যারা অতীতে সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছে সেই দলটি পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে।’
তিনি বলেন, ‘এদেশ আমরা যুদ্ধ করে, লড়াই করে বুকের রক্ত দিয়ে অর্জন করেছি। এখানে প্রতিটি মানুষের অধিকার আছে রাজনীতি করার, সেই সুবাদে জনগণ রাষ্ট্রের মালিক। সেই জায়গাটা তারা দখলে নিতে চায়।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ