অস্ত্র আইনে বিচারিক আদালতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পটুয়াখালী জেলার ইব্রাহীম আকন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিলের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি বজলুর রশিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আজ আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. অজি উল্যাহ।
আদেশের বিষয়টি গণমাধ্যমে জানিয়ে এই আইনজীবী বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ ছিল তার বসতঘরের পাশ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে অভিযোগ প্রমাণিত হয়নি। এজন্য ইব্রাহীম হাইকোর্টে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলাটি বাতিল করেন। এতে তাকে আর কারাগারে থাকতে হবে না।
বিডি প্রতিদিন/এএ