ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে সারাদেশে থেকে শব্দদূষণের অভিযোগ সংক্রান্ত ৩৬৫টি ফোনকল পেয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। আজ পুলিশ সদর দপ্তরের জরুরি সেবা শাখা থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের জরুরি সেবা শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে বলেন, গত ৩১ ডিসেম্বর রাত ১২টার পর থেকে সারা বাংলাদেশ থেকে শব্দদূষণ সংক্রান্ত ৩৬৫টি ফোনকল এসেছে ৯৯৯ নম্বরে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রো এলাকা থেকে ১৬০টি ফোনকলের বিপরীতে সেবা দেয়া হয়েছে। এসব প্রতিটি অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শব্দদূষণ বন্ধ করেছে।
এছাড়া ফানুস থেকে আগুনের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে রাত ১২টা ৯ মিনিটে একটি ফোনকল এসেছিল। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে গেছে ।
বিডি প্রতিদিন/এএ