নিজেরই বিদায়ী নৈশভোজ। সেখানে অংশ নিতে দেরি হয়ে যাক- তা চাননি বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তাই রাইড শেয়ারিং অ্যাপ থেকে কল করে বাইকে চড়ে নৈশভোজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিষয়টি জানিয়েছেন টুইটারে।
বুধবার (৪ জানুয়ারি) রাতে বাইকে চড়ে ঢাকায় বিদায়ী নৈশভোজে যোগ দেন তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান লিখেছেন, ‘ঢাকার ট্রাফিক জ্যামের কারণে নিজের বিদায়ী নৈশভোজে ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি থাকলে আপনিও হয়তো এটা করে থাকেন। আপনি সময়মতো গন্তব্যে পৌঁছাতে একটি পাঠাও বাইক কল করুন। এ সার্ভিসে বিনামূল্যে হেলমেট পরিষেবা অন্তর্ভুক্ত’।
বিডি প্রতিদিন/ফারজানা