ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অবিলম্বে শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে। স্বাধীন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী আদর্শ চর্চার পথ রুদ্ধ করতেই দেশবিরোধী একটি গোষ্ঠী সুকৌশলে এদেশের পাঠ্যপুস্তকে ধর্মীয় বিদ্বেষ সংযোজন করেছে।
শনিবার রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ৪র্থ নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ২০২৩-২০২৪ সেশনের ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি মাওলানা আল আমিন সোহাগ, সহ-সভাপতি মুফতী শওকত ওসমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ওয়ালিউল্লাহ তালুকদারের নাম ঘোষণা করা হয়।
ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন মুফতী মানসুর আহমাদ সাকী, আব্দুর রহমান, আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নাম দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। এখন শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে শেষ করার হীন ষড়যন্ত্র করছেন। অবিলম্বে পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদী পাঠ এবং ভুল ও বিতর্কিত কাল্পনিক মুখরোচক গল্প গুজব বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তকে পাঠদান করাতে হবে। অবিলম্বে শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করতে হবে। অন্যথায় দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত