দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং বিএনপির আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে সামিল হতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় তিনি এই আহ্বান জানান। আজ শনিবার সন্ধ্যায় মির্জা আব্বাসের বাসভবনে প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু সভা সঞ্চালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত