৩০ জানুয়ারি, ২০২৩ ১৫:৪৬

৫০ থেকে ৭০টি আসনে ইভিএমে ভোট হতে পারে : ইসি রাশেদা

অনলাইন ডেস্ক

৫০ থেকে ৭০টি আসনে ইভিএমে ভোট হতে পারে : ইসি রাশেদা

বেগম রাশেদা সুলতানা (ফাইল ছবি)

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ৭০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হতে পারে বলে মনে হচ্ছে। এক্ষেত্রে হাতে থাকা কতটি মেশিন ব্যবহার উপযোগী আছে তার ওপর নির্ভর করবে সিদ্ধান্ত।

সোমবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমাদের হাতে যে সব ইভিএম আছে, তা দিয়েই ভোট করবো। করবো না এটা কিন্তু বলিনি। সময় আছে তো অনেক। বর্তমানে দেখা হচ্ছে কতগুলো ইভিএমে ভালো আছে। ৫০ থেকে ৭০টি আসনে ইভিএমে ভোট হতে পারে বলে মনে হচ্ছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর