১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৩৯

অপরাধ প্রতিরোধে পুলিশের নেতৃত্বে কাজ করবেন স্বেচ্ছাসেবকরা

অনলাইন ডেস্ক

অপরাধ প্রতিরোধে পুলিশের নেতৃত্বে কাজ করবেন স্বেচ্ছাসেবকরা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপানের সহযোগিতা সংস্থা জাইকার যৌথ উদ্যোগে বাংলাদেশ পুলিশের অপরাধ প্রতিরোধে দক্ষতা জোরদার করার প্রকল্পের ভিত্তিতে পাইলট প্রকল্প শুরু হয়েছে। ডিএমপির সবুজবাগ থানা এলাকায় শনিবার পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় পুলিশ-জনতা যৌথ অপরাধ প্রতিরোধ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করতে সবুজবাগ থানা এলাকার প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবককে ৬টি বিট এলাকায় ভাগ করে সংশ্লিষ্ট বিট ইনচার্জের নেতৃত্বে কর্মসূচি পালন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। 

ডিএমপি মতিঝল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খানের সভাপিতত্বে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খন্দকার মহিদ উদ্দিন। প্রধান অতিথি পাইলট প্রকল্পের উদ্বোধন করার পর অতিথিরা লিফলেট বিতরণ কর্যক্রমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাইকার সিনিয়র প্রতিনিধি তাকাহিরো নাকামুরাসহ অন্যান্য প্রতিনিধিরা, থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর