সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
শনিবার জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করে এলডিপি।
বগুড়া জেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল ফেরদৌসের নেতৃত্বে পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরু, গণতান্ত্রিক যুবদলের সভাপতি সজল লতিফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছারসহ জেলার নেতৃবৃন্দ।ময়মনসিংহে জেলা এলডিপির সাধারণ সম্পাদক আ. সামাদের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল।
রাজশাহী জেলা এলডিপির আহ্বায়ক শাহীন আলমের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিউল আজম জুয়েল।
পঞ্চগড়ে জাহিদ ইসলামে নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন জেলা এলডিপি সভাপতি রেজাউল মাস্টার।
ফরিদপুর জেলা এলডিপির সাধারণ সম্পাদক শরিফ সরদারের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কমিটির সদস্য সোলায়মান হোসেন।
ভোলা জেলা এলডিপি সাধারণ সম্পাদক সবুজের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী।
চাঁদপুর জেলা এলডিপি সভাপতি মঞ্জু খান এবং সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিক, প্রচার সম্পাদক এড. মফিজুর রহমান নিলু, শ্রমবিষয়ক সম্পাদক এফএম এ আল মামুন, সহসাংগঠনিক সম্পাদক এবিএম সেলিম।
নারায়ণগঞ্জ এলডিপি সদস্য সচিব জাকিরের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বিল্লাল হোসেন।
নোয়াখালীর সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন ভূইয়ার নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন আইন সম্পাদক এড. আবুল হাসেম।
সিলেটে প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রুপা চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ মহসিন মিয়া। চট্টগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব এড. কফিল উদ্দিন।
কক্সবাজারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া। ফেনীতে জেলা সভাপতি প্রকৌশলী মোজাম্মেল, যশোরে জেলা এলডিপির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান, সুনামগঞ্জে জামান, পটুয়াখালীতে প্রধান অতিথি সহ সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু এবং কুড়িগ্রামসহ সারা দেশে জেলায় জেলায় পদযাত্রা পালন করে এলডিপি।
বিডি-প্রতিদিন/বাজিত