কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মিঠামইন সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছান। এ সময় তিনি রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।
দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের কামালপুরের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টায় মিঠামইন হ্যালিপেডে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এদিকে, গতরাত থেকে সকাল পর্যন্ত কয়েক হাজার বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ ও মোটরসাইকেল, নৌকায় চড়ে লাখো মানুষ প্রধানমন্ত্রীর সভাস্থলে উপস্থিত হয়েছেন।কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে সভাস্থলে যোগ দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন