প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন এতিম-আলেম-ওলামা মাশায়েখদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ শুক্রবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এই আয়োজন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ এতিম, আলেম ও ওলামা মাশায়েখদের সঙ্গে ইফতার করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, চতুর্থ রোজায় পেশজীবীদের সম্মানে লেডিস ক্লাবে ইফতারির আয়োজন করবে বিএনপি।
এছাড়া ৭ রোজায় ঢাকাস্থ কূটনীতিকদের সম্মানে গুলশানের হোটেল ওয়েস্টিন হোটেল, ১১ রোজায় রাজনীতিবিদদের সম্মানে লেডিস ক্লাবে ইফতারির আয়োজন করবে বিএনপি।
এদিকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণ ফোরাম, এলডিপি, লেবার পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, পেশাজীবী পরিষদ, ড্যাব, অ্যাব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, কৃষক দলসহ অন্যান্য সংগঠন আলাদাভাবে ইফতারির আয়োজন করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        