রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে ইফতার মাহফিল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ।
বুধবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
শোক ও ইফতার বাতিলের বিষয়ে বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিএমইএ গভীরভাবে শোকাহত ও মর্মামত। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিজিএমইএ’র উদ্যোগে সম্মানিত সদস্যদের সম্মানে আয়োজিত আগামী শনিবার (৮ এপ্রিল) ইফতার মাহফিল বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সাড়ে ৬ ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়েছে দেশের অন্যতম বৃহৎ এ পাইকারি মার্কেটের ৫ হাজার দোকান। ঈদের আগে পুঁজি হারিয়ে পথে বসেছেন হাজারো ব্যবসায়ী। ধ্বংসস্তুূপ থেকে কিছু মালামাল ব্যবসায়ীরা বের করতে পারলেও পুড়ে গেছে বেশিরভাগ।
অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ঈদের আগে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বঙ্গবাজার মালিক সমিতির।
বিডি-প্রতিদিন/বাজিত