৭ এপ্রিল, ২০২৩ ২০:৫৩

প্রাণ দেব তবুও বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয় : আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক

প্রাণ দেব তবুও বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয় : আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগের অধীনে আর কোন পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। রক্ত দিয়ে হলেও ওই নির্বাচন প্রতিহত করা হবে। ইভিএম পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচনে ভোটগ্রহণ বাতিল হয়েছে, ঠিক একইভাবে এই অবৈধ আওয়ামী সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করাও বাতিল হবে। সেটা সময়ের ব্যাপার মাত্র।

শুক্রবার রাজধানীর ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক দুটি ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন। 

আদাবর থানা বিএনপির ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হাসেম ও এডভোকেট আক্তারুজ্জামান, থানা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দীনের সভাপতিত্বে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, কামাল হোসেন সরকার, মো. হানিফ, মাসুম বাবুল, বিল্লাল হোসেন পাটোয়ারী, মনোয়ার হাসান জীবন, বিএনপির শহিদুল ইসলাম বিশ্বাস, জামাল হোসেন শিকদার, আনোয়ার হোসেন টিটু। 

মোহাম্মদপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, মহানগর যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সোহেল রহমান, হাজী মো. ইউসুফ। সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ ও সাকিব সারোয়ার, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অর্ভ্যথনা উপ কমিটির প্রধান এম এস আহমাদ আলী, মিডিয়া কমিটির প্রধান জামাল হোসেন টুয়েল, মিজানুর রহমান ইসহাক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এড রুনা লায়লা রুনা, জাহিদ হোসেন মোড়ল, লিটন মাহমুদ বাবু, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর