২৬ এপ্রিল, ২০২৩ ২০:৪৭

সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয়, কারাগারেও : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয়, কারাগারেও : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয়, কারাগারে আরও বেশি। সেখানে রাজবন্দীরা অমানবিক জীবন-যাপন করছেন। আমাকে একা একটি প্রিজন ভ্যানের ভিতরে দাঁড় করিয়ে আদালতে আনা হতো। আমি শারীরিকভাবে অসুস্থ। গাড়ি ব্রেক করলে আমি পড়ে যেতাম। পরে হাইকোর্টের নির্দেশে আমার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়। ঈদের আগে আমি সব কয়টি মামলায় জামিন পেলেও ছোট্ট অজুহাতে আমাকে মুক্তি দেয়া হয়নি, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি। 

আজ রাজধানীর আদাবরের বাসায় দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সদ্য কারামুক্ত রিজভী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় রিজভী আহমেদের স্ত্রী আরজুমান আরা বেগমসহ বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমিনুল হক, মীর সরাফত আলী সপু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আসাদুল করিম শাহীন, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, অধ্যক্ষ সেলিম ভুইয়া, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তানভীর আহমেদ রবিন, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, পেশাজীবি নেতা ডা. শামীমুর রহমান, ডা. রফিকুল ইসলাম, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় রিজভী আহমেদ বলেন, আমাদের নেতাকর্মীরা আজ অনেক বেশি উজ্জীবিত। এই সরকার জুলুম অত্যাচার করে নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারিনি। আজকে যে লড়াই সেটি গণতন্ত্রের জন্য লড়াই, বাক-স্বাধীনতার ফিরিয়ে আনার লড়াই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, তারই প্রতিফলন আজ আমি দেখতে পাচ্ছি। 

মঙ্গলবার বিকেলে মুক্তি পাওয়ার পর থেকেই তার বাসভবনে গিয়ে দলের অসংখ্য নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গতকাল সকাল থেকেই ঢাকা মহানগর বিএনপির উত্তর-দক্ষিণ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মী তার বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

সাড়ে চার মাস পর মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান রিজভী আহমেদ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর