১৪ মে, ২০২৩ ১৩:৫৮

‘বিএনপির আন্দোলনে খালেদা জিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক

‘বিএনপির আন্দোলনে খালেদা জিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ নেই’

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন গৃহবন্দী, সুতরাং দলের আন্দোলন কর্মসূচি নেওয়া ও পালনের ক্ষেত্রে তার পরামর্শ নেওয়ার সুযোগ নেই।’

আজ রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।’

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সৃষ্টি দুর্যোগে দলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর