৩১ জুলাই, ২০২৩ ১৫:০২

বিএনপি নেতা আলাল-প্রিন্সসহ পাঁচজনের স্থায়ী জামিন

অনলাইন ডেস্ক

বিএনপি নেতা আলাল-প্রিন্সসহ পাঁচজনের স্থায়ী জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ পাঁচ নেতাকে স্থায়ী জামিন দিয়েছে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. এহ্সানুল হক এই আদেশ দেন। 

জামিন পাওয়া বিএনপির অন্য নেতারা হলেন-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনের বিরুদ্ধে গত ২৩ মে জামালপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর