৫ সেপ্টেম্বর, ২০২৩ ০১:২৪

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

গাইবান্ধা প্রাতিনিধি :

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

গাইবান্ধা সদরের ফুলবাড়ি লেভেলক্রোসিংয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল হাই (৬৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল হাই পূর্বগোপালপুর এলাকার মেহের আলী হাজির ছেলে। তিনি গাইবান্ধা পৌরসভার নাইটগার্ড ছিলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে আব্দুল হাই ফুলবাড়ি লেভেলক্রোসিং পার হচ্ছিলেন। এসময় ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা রেলস্টেশনের রেলওয়ে থানার ইনর্চাজ আব্দুল মতিন জানান, লেভেলক্রোসিংয়ে কোন গেটম্যান থাকে না। আব্দুল হাই ওই ক্রোসিং দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় শান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে আব্দুল হাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর