জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজধানীতে আজ মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।
অনুমতির বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমরা প্রশাসনের মাধ্যমে অনুমতি পেয়েছি। ইতিমধ্যেই আমাদের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন