রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বরাবরের মতো এবার সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে চলতি বছর ৮৯৯ শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। পাস করেছে ১০৯৬ জন।
কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে ৬৯৬, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩৫ ও মানবিক বিভাগ থেকে ৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। ফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গণে নাচ, গান ও উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা আর শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাতেই এই ফল সম্ভব হয়েছে।
ভাল ফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব সামসুুদ্দিন ভূঁইয়া সেন্টুও।
বিজ্ঞান বিভাগের গোল্ডেন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী বলেন, আমি আমার রেজাল্টে অভিভূত। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা আর আমার চেষ্টায় আব্বু-আম্মুর স্বপ্ন সফল করতে পেরেছি।
বিডি-প্রতিদিন/শফিক