ভোটের দিনেও সুনসান নীরবতা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। একদিকে ভোটের ডামাডোল, অন্যদিকে বর্জন। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীর কেউ জেলে, কেউ আত্মগোপনে। গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা পড়ে ছিল, আজও ঝুলছে। কার্যালয়ের সামনে দুই-চারজন পুলিশ দায়িত্বরত আছেন।
রবিবার সকালে সরেজমিন এ দৃশ্য দেখা যায়।
২ মাস ১০ দিন ধরে দলটির নেতাকর্মীরা নিজেদের কার্যালয়ে আসতে পারছেন না। গ্রেফতার আতঙ্কে কার্যালয় এড়িয়ে চলছেন সবাই। কোনো কর্মকর্তা-কর্মচারী এমনকি নিরাপত্তা প্রহরীও নেই। ফলে সুনসান নীরবতা চলছে এ রাজনৈতিক দলটির স্থায়ী ঠিকানায়।
শুধু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ই নয়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির কার্যালয় রয়েছে বন্ধ। এমনকি বিজয় দিবসসহ জাতীয় দিনগুলোতেও কার্যালয় খোলা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের দিন নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীর ব্যাপক সংঘর্ষ হয়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই