দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশার চাইতে অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘প্রত্যাশার চেয়ে অনেক ভালো ভোট হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি।’
আজ রবিবার ভোটের ফলাফল ঘোষণাকালে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত গণমাধ্যমের স্টল পরিদর্শনে আসেন সিইসি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নিরপেক্ষ হয়েছে কি হয়নি, সেটা আমি সচক্ষে দেখিনি। ভোটাররা গেছেন, কেউ যদি ব্যাপকভাবে অভিযোগ করেন পরে সেটা দেখা হবে।’
তিনি বলেন, ‘প্রত্যাশার চাইতে ভালো হয়েছে। আমি এতটা প্রত্যাশা করিনি। বিরোধিতা ছিল, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ টার্নআউট করেছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে সেখানে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পেরেছি। সেদিক থেকে নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এই মর্মে কোনো দায়িত্ব বা কর্তব্য নির্বাচন কমিশনের নেই। গ্রহণযোগ্যতার বিষয়টা পাবলিকের বিষয়। পাবলিক বুঝবে।’
তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট কি না, সেটা বলছি না। আমরা তথ্যগুলো আপনাদের দেই। মোটাদাগে সহিংসতা হয়নি। ৪২ হাজার কেন্দ্রে ভোট হয়েছে। একটা লোক মারা যায়নি। মারামারি বা সহিংসতা উল্লেখযোগ্য হয়নি। এটা ভালো দিক।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ