২৮ জানুয়ারি, ২০২৪ ১৬:১৯

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

রবিবার সকালে গণভবনে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশের ভাইস চেয়ার ও লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মার নেতৃত্বে ব্রিটিশ ক্রস পার্টির সংসদীয় একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং মিয়ানমারে তাদের সুন্দর ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকালে গণভবনে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশের ভাইস চেয়ার ও লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মার নেতৃত্বে ব্রিটিশ ক্রস পার্টির সংসদীয় একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‌‘কীভাবে রোহিঙ্গা সংকট নিরসন হতে পারে; রোহিঙ্গারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারে এবং সেখানে সুন্দর ও সম্মানজনক জীবন পেতে পারে বিশ্বের উচিত সে বিষয়ে চিন্তা করা।’

তিনি বলেন, ‌‘২০১৭ সালে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসে। আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নিতে রাজি হয়েছে কিন্তু ছয় বছর পার হলেও এখনো তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর