রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকার রাজ কমপ্লেক্স নামক ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে ছিল কার্পেট এবং কাপড়ের গোডাউন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। এর প্রায় আড়াই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতোমধ্যে আগুন লাগা ভবনে আটকে থাকা চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া ঘটনাস্থলে চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।
স্থানীয়রা জানান, ভবনটির ভেতরে ছিল কার্পেট ও কাপড়ের গোডাউন। তবে বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ ভবন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/বাজিত