বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজদের নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬০৩ জন।
রবিবার কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে সই করেন কমিশনের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) ইয়াসমিন বেগম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ জন সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন গত ১৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দেয়। এতে মোট ৭ হাজার ৩১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। ৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বিভিন্ন কারণে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জনের উত্তরপত্র বাতিল ঘোষণা করা হয়। ৫ মে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৬০৩ জন সপ্তদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত