ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। ফলে আপাতত এ আসনে উপনির্বাচন অনুষ্ঠান হচ্ছে না।
আজ সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি বলেন, ২১ দিনের জন্য এ নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আগামী রবিবার থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানি হবে।
এই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
পরে গত ৪ মে এই আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পান নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ