আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান ও বাংলাদেশের ফৌজদারী আইন বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল এক সমাজীকে।
আইন মন্ত্রণালয় সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত সোমবার ট্রাইব্যুনালে এজলাসে বিচারকদের উদ্দেশ্য করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এহসানুল হক সমাজী প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাচ্ছেন। তাই তিনি আসামি পক্ষে লড়তে পারেন না।
তবে এ বিষয়ে জানতে চাইলে এহসানুল হক সমাজী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি এখনো অফিশিয়ালি এ বিষয়ে কিছু জানতে পারিনি। অফিশিয়ালি জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেব।
তবে নিজের নিয়োগের কথা নিজেই জানিয়েছে টবি ক্যাডম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে টবি ক্যাডম্যান লিখেছেন, ‘এই ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত ও খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–সংক্রান্ত সব বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ দেওয়া টবি ক্যাডম্যানের ভূমিকা হবে বলে পৃথক আরেকটি পোস্টে জানিয়েছে টবি ক্যাডম্যানের ল’ ফার্ম গার্নিকা ৩৭।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন