দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমেছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে; যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলছে আবহাওয়া অধিদপ্তর।
তবে দেশজুড়ে এখনই শীত জেঁকে বসার সম্ভাবনা না থাকলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘মৃদু শৈত্যপ্রবাহের’ আভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শনিবার সংবাদমাধ্যমকে বলেন, “তখন দেশের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। আর তিন চার দিন পর রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে।”
দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
বিডি প্রতিদিন/জুনাইদ