দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতিতে অভিযুক্ত অনেক আসামি বিদেশে। অনেক বড় অভিযুক্তরা পাশের দেশে আছে, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
আজ সোমবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে সরকারি ক্রয় নীতির ওপর ১৫ দিনব্যাপী দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ‘দুর্নীতির একটি বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট বা সরকারি ক্রয়। ক্রয় পদ্ধতি ও বাজার দাম এবং যা ক্রয় করছি সেটি প্রয়োজন কিনা এসব বিষয়ে সচেতন থাকলে দুর্নীতি লাঘব করা সম্ভব হবে। কিছুকাল আগেও চিকিৎসাখাতে ঠিকাদার ঠিক করত কি জিনিসপত্র লাগবে, সে অনুযায়ী সাপ্লাই হত। অথচ অধিকাংশ জিনিসের অপারেশন সম্ভব হত না। তাই প্রশিক্ষণের মাধ্যমে দুদকে এসব বিষয়ে সচেতন করা হচ্ছে দুদক কর্মকর্তাদের।’
দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট সরকারি কর্মসূচি, এর থেকে দুদক বেনিফিট পেতে পারে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংস্থাটির মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি) আক্তার হোসেন বলেন, ‘দুর্নীতি বন্ধের পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি নজর রাখতে হবে নিরপরাধ কোন ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি)'র সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম রিজু। সরকারি ক্রয়নীতির প্রশিক্ষণে দুদকের সহকারী পরিচালক এবং উপ-সহকারী পরিচালক মিলিয়ে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।
বিডি প্রতিদিন/নাজমুল