দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. জাকির হোসেন এই আদেশ দেন।
এর আগে আবুল বারকাতকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে ১১ জুলাই আবুল বারকাতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। সে সময় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তার আগের দিন তাকে গ্রেফতার করে পুলিশ।
এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
বিডি প্রতিদিন/জুনাইদ