বগুড়ায় বিপুলকে (২৫) স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। বিপুলকে গুলি করেছে তারই বন্ধু রবিউল ইসলাম রবি (২৩)।
গুলিবিদ্ধ বিপুল শিবগঞ্জ উপজেলার বকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা নিয়ে যায়।
এদিকে ঘটনার একঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পিস্তলসহ রবিকে আটক করেছে পুলিশ।
বগুড়ায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহম্মেদ খান জানান, রবি ও বিপুল একে অপরের বন্ধুর মতো ছিল। রবির স্ত্রীর সঙ্গে বিপুলের পরকীয়া বিষয়টি জানতে পেরে এই হত্যার পরিকল্পনা করা হয়।