শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো ২৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গতকাল দুপুরে এই রেকর্ড মাইলফলক ছাড়িয়ে যায়। এর আগে ১৭ আগস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল বিনিময় হার বজায় থাকা, বাংলাদেশ ব্যাংকের রপ্তানি সহায়তা তহবিলের পরিমাণ ও আওতা সম্প্রসারণ, রপ্তানি আয় বৃদ্ধি, প্রবাসী আয়ের সন্তোষকজনক প্রবাহ অব্যাহত থাকা, সরাসরি বিদেশি বিনিয়োগ ও বিদেশি উৎস থেকে বেসরকারি খাতের অর্থায়ন গ্রহণের পরিমাণ বৃদ্ধির ফলে গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে রিজার্ভ। এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়ার কারণেও রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি তৈরি পোশাক শিল্পে ব্যাকওয়ার্ড লিংকেজে স্থানীয় কাঁচামালের উল্লেখযোগ্য যোগান দেওয়া সম্ভব হওয়ায় বিদেশি উৎস থেকে এ ধরনের পণ্যের আমদানি কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার মজুত থাকতে হয়। সে হিসেবে এই রিজার্ভ দিয়ে বাংলাদেশের প্রায় ৮ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

সর্বশেষ খবর