মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন তিন পুলিশ সদস্য। আখাউড়া-ধরখার সড়কের টানমান্দাইল এলাকায় রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। সাইফুল উপজেলার জাঙ্গাল গ্রামের ইদ্রিসের ছেলে। পুলিশের দাবি, নিহত যুবক ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ পাঁচটি মামলা রয়েছে। নিহতের স্ত্রী বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে কয়েকজন পুলিশ সদস্য তার স্বামীকে ঘর থেকে তুলে নেয়। গতকাল সকালে থানায় খবর নিতে গিয়ে শুনি তিনি গুলিতে নিহত হয়েছেন।’ পুলিশ জানায়, ৭/৮ জন সশস্ত্র ডাকাত টানমান্দাইল এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন সাইফুল। অন্য ডাকাত সদস্যরা পানিতে ঝাঁপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বন্দুকযুদ্ধের সময় আহত কনস্টেবল নয়ন চাকমা, আবদুল হান্নান ও রফিক আখাউড়া স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উল্লেখ্য, গত শনিবার জেলার কসবায় ‘বন্দুকযুদ্ধে’ লোকমান মিয়া নামে এক যুবক নিহত হয়। পুলিশের দাবি, লোকমান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর